শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ মার্চ ২০২৫ ১৪ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ এবং বীরভূম থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের কেরালায় কাজ করতে যাওয়ার পথে অপহৃত ১০ জন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, তামিলনাড়ু নামাক্কল জেলায় ১০ শ্রমিক অপহৃত হন। যদিও শুক্রবার গভীর রাতে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, বর্তমানে অপহৃত পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুর নামাক্কল জেলার তিরুচেনগোদ থানায় রাখা হয়েছে।
জানা গিয়েছে, চার অপহৃত শ্রমিকের পরিবার মুক্তির জন্য অপহরণকারীদের টাকা দিলে বাকিদের কোনও টাকা দিতে হয়নি। মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘নবগ্রাম থানা এলাকার ছ’জন, বহরমপুর থানা এলাকা থেকে দু’জন এবং বীরভূমের রামপুরহাটের দু’জন পরিযায়ী শ্রমিক বুধবার রামপুরহাট থেকে একটি ট্রেনে করে কেরালা রওনা দেন। শুক্রবার সকালে তামিলনাড়ুর সালেম জংশন স্টেশনে গিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য লেবার কন্ট্রাক্টরকে ফোন করেন তাঁরা’। নবগ্রাম থানার এক আধিকারিকের কথায়, ‘ফোন করার কিছুক্ষণের মধ্যেই স্টেশন সংলগ্ন চত্বরে দু’টি গাড়ি এসে শ্রমিকদের নিয়ে যায়।
কিন্তু গন্তব্যে না গিয়ে তাদের নিয়ে যাওয়া হয় একটি গোপন ডেরায়। ব্যাপক মারধর করা হয় শ্রমিকদের। অপহরণকারীরা তাদের সঙ্গে থাকার টাকা-পয়সা এবং অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়। শ্রমিকদের পরিবারকে ফোন করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যদের মারধরের ভিডিও দেখানো হয়। ভয় পেয়ে চার শ্রমিকের পরিবার অপহরণকারীদের দাবি মতো টাকা পাঠিয়ে দেন’। জানা গিয়েছে, এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম থানার দ্বারস্থ হন কয়েকজন শ্রমিকের পরিবার।
অপহৃত শ্রমিকদের মোবাইল ফোন টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তামিলনাড়ুর নামাক্কল জেলার তিরুচেনগোদে থানা এলাকার একটি গোপন ডেরায় রাখা হয়েছে অপহৃত শ্রমিকদের। দ্রুত রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয় তামিলনাড়ু পুলিশের সঙ্গে। শুক্রবার রাতেই সেখানে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ১০জন শ্রমিককেই। আইননানুগ কাজ সম্পন্ন করার শনিবার সকালে তাঁরা তিরুচেনগোদে থানায় রয়েছেন বলে জানা গিয়েছে।
নানান খবর
নানান খবর

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ওষুধের দাম বেড়েছে এবার কি বৃদ্ধি পাবে প্রতিষেধকের দামও! আতঙ্কে প্রসূতি মায়েরা

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা